আবেদনপত্র লেখার নিয়ম না জানা মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিভাবে দরখাস্ত লিখতে হয়? এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে । অনেকে আবার চাকরির দরখাস্ত লেখার নিয়ম জানেন না । আবেদনপত্র লেখার নিয়ম বাংলা বা ইংরেজি যে কোন ভাষাতেই হোক না কেন, সেটি হতে হবে সুন্দর এবং সাবলীল। এই পোস্টে আমরা বাংলায় আবেদনপত্র লেখার সঠিক নিয়ম সম্পর্কে আলোচনা করব।
আবেদন পত্র কি?
আবেদন পত্র অথবা দরখাস্ত শব্দটি অবশ্যই শুনেছেন। আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করেছি, তখন আবেদন পত্র লেখার সঠিক নিয়ম সবাই জানতাম। মূলত কোন জিনিসের জন্য লিখিত সাহায্য চাওয়াকে আবেদন করতে বলা হয়।
আবেদন পত্র লেখার নিয়ম বাংলা
আবেদন পত্র কি সেটা তো বুঝতে পেরেছেন। আবেদনপত্র লেখার ফরমেট রয়েছে। কারো অফিস বা অফিস থেকে ছুটি না হওয়ার প্রয়োজনে দরখাস্ত লিখেছেন, অথবা কারো চাকরির প্রয়োজনে চাকরির আবেদন পত্র লিখেছেন, বিভিন্ন প্রয়োজনে আবেদন পত্র লিখে থাকে। তবে আবেদন পত্র লেখার সঠিক নিয়ম জানতে হবে।
আমাদের দেওয়া ফরমেটটি ফলো করলে আপনি খুব সহজে আবেদনপত্র লেখার সঠিক নিয়ম জানতে পারবেন। এবং এই প্রসেসে যেকোনো ধরনের আবেদন পত্র লিখতে পারবেন। যেমন: চাকরির আবেদন পত্র, অফিসের জন্য আবেদন পত্র, স্কুল ছুটির জন্য আবেদন পত্র, বেতন মওকুফের জন্য আবেদন পত্র। আবেদনপত্রের পিডিএফ এবং মাইক্রোসফট ওয়ার্ড এর ডকুমেন্ট ফাইল সহ শেয়ার করতে চলেছি পোস্টে।
একটি abedon potro
দরখাস্ত লেখার নিয়ম
কাজের ধর্ম অনুযায়ী দরখাস্ত বিভিন্ন ধরনের হতে পারে। তবে আপনাদের সুবিধার্থে বেশ কিছু ক্যাটাগরি উল্লেখ করে দরখাস্ত লেখার ফরমেট তুলে ধরছি।
সরকারি শিক্ষক পদে চাকরির আবেদন pdf
তারিখ : ১১/১১/২০২৩
বরাবর
সভাপতি
মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
মোহনগঞ্জ, নেত্রকোনা।
বিষয় : সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আপনার প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক পদে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়ার লক্ষ্যে গত ০১/১১/২০২৩ তারিখে "দৈনিক প্রথম আলো" পত্রিকায় একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়। উক্ত পদের একজন প্রার্থী হিসেবে নিম্নমান শিক্ষাগত যোগ্যতা সহ আনুষাঙ্গিক তথ্যাদি উপস্থাপন করছি।
- নাম
- পিতার নাম
- মাতার নাম
- বর্তমান ঠিকানা
- তাই ঠিকানা
- জাতীয়তা
- জাতীয় পরিচয়পত্রের নাম্বার
- বৈবাহিক অবস্থা
- ধর্ম
- মোবাইল নাম্বার
- রক্তের গ্রুপ
- জগতে যোগ্যতা
| পরীক্ষার নাম | গ্রুপ/বিষয় | বোর্ড/বিশ্ববিদ্যালয় | পাশের সন | প্রাপ্ত গ্রেড |
|---|---|---|---|---|
| এসএসসি | বিজ্ঞান | সিলেট | ২০০৬ | জিপিএ-৫ |
| এইচএসসি | বিজ্ঞান | সিলেট | ২০০৮ | জিপিএ-৫ |
| বিএসএস | রাষ্ট্রবিজ্ঞান | জাতীয় বিশ্ববিদ্যালয় | ২০১২ | প্রথম শ্রেণী |
| এমএসএস | রাষ্ট্রবিজ্ঞান | জাতীয় বিশ্ববিদ্যালয় | ২০১৩ | প্রথম শ্রেণী |
অভিজ্ঞতা:
অতএব, মহোদয়ের সঙ্গে আকুল আবেদন এই যে, উক্ত বিষয়গুলো বিবেচনা করে আমাকে একজন প্রার্থী হিসেবে মনোনয়ন করতে আপনার মর্জি হয়।
বিনীত
মোহাম্মদ কামাল হোসেন
মোবাইল: 01735000000
সংযুক্তি:
- পাসপোর্ট সাইজের শব্দ তোলা সত্যায়িত ছবি দুই কপি
- সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সত্যায়িতি
- চারিত্রিক সনদপত্র
- নাগরিক সনদপত্র
- জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত্ব অনুলিপি
- বারোশো টাকার ব্যাংক ড্রাফট।
স্কুল কলেজে ভর্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম
সবগুলো দরখাস্তের pdf & docx ফাইল এর লিংক নিচে দেওয়া আছে।
প্রশ্ন: মনে কর তোমার পিতা সরকারি চাকরিজীবী, সম্প্রতি তার বদলি হয়েছে তাই নতুন স্কুলে ভর্তি হতে হবে। এমতাবস্থায় প্রধান শিক্ষকের নিকট ভর্তির অনুমতির জন্য একটি আবেদন পত্র লিখ।
উত্তর:
তারিখ ০৬/১১/২০২৩
বরাবর
অধ্যক্ষ
সিলেট স্কুল এন্ড কলেজ
সিলেট সদর, সিলেট।
বিষয় :স্কুলে ভর্তির জন্য আবেদন।
জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, আমি মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন ছাত্র। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। সম্প্রতি সিলেটে বদলি হওয়ায় আমাকে পরিবারের সঙ্গে এখানে আসতে হয়েছে। আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আপনার স্কুলে ভর্তি হওয়া প্রয়োজন।
অতএব, মহুদয়ের শুরুতে আকুল আবেদিন এই যে, উক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে আপনার স্কুলে ভর্তির অনুমতি দিয়ে বাধিত করবেন।
বিনীত নিবেদক,
আপনার একান্ত বাধ্যগত
ছাত্রের নাম হবে
মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
শ্রেণী: সপ্তম
রোল নং: ১
জরিমানা মওকুফের জন্য আবেদন
প্রশ্ন: ধরো সময়মতো স্কুলের বেতন না দেওয়ার কারণে জরিমানা হয়েছে। এমতাবস্থায় তোমার আর্থিক অবস্থার বিবরণ দিয়ে প্রধান শিক্ষকের নিকট জরিমানা মওকুফের জন্য একটি আবেদন পত্র লিখ।
উত্তর:
তারিখ
বরাবর
প্রধান শিক্ষক
মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়
মোহনগঞ্জ নেত্রকোনা।
বিষয়: জরিমানা মওকুফের জন্য আবেদন।
জনাব
সম্মানযোগ্য স্যার/ম্যাডাম,আমি জুয়েল আহমদ, আপনার স্কুলের ৭ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার পিতা যার আর্থিক অবস্থা ও স্বাস্থ্যে সমস্যার কারণে নির্ধারিত সময়ে স্কুলের ফী ও বেতন পরিশোধ করতে পারিনি। আপনি জানেন, আমার পিতা আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি এবং তার আয়ের সাথে পরিবারের সব দায়-বাড়ী খরচ সম্পূর্ণভাবে চালাচ্ছেন।
অতএব, আমি আপনার সামনে নিবেদন করছি যে, আমার পিতার অসুস্থতা এবং পরিবারের আর্থিক সমস্যা বিবেচনা করে জরিমানা ছাড়া সকল ফী ও বেতন প্রদানের অনুমতি দেওয়ার জন্য আপনার সদয় মর্জি কামনা করছি।
আমি বিনীতভাবে আপনার এই অনুরোধ জানাচ্ছি এবং আপনার সদয় সহানুভূতি আশা করছি।
ধন্যবাদ,
জুয়েল আহমদ
শ্রেণী: ৭ম
বিভাগ: সাধারন
রোল নং: ০৯
ছাড়পত্রের জন্য আবেদন
তারিখ: ২/১১/২০২৩
বরাবর
প্রধান শিক্ষক
(ক) উচ্চ বিদ্যালয়
কুলাউড়া, মৌলভাবাজার।
বিষয়: ছাড়পত্রের জন্য আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি জুয়েল আহমদ, আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার পিতা একজন সরকারী চাকরিজীবি। তাঁর বর্তমান কর্মস্থল কুলাউড়া উপজেলা হতে শ্রীমঙ্গল উপজেলায় বদলি হওয়ায় আপনার বিদ্যালয়ে অধ্যয়ন করা সম্ভব হবে না।
অতএব, মহোদয়ের নিকট আকুল প্রার্থনা যে, আমার উপরোক্ত সমস্যার বিষয়টি বিবেচনা করতে পূর্বক: সকল বকেয়া বেতন ও ফি পরিশোধ পূর্বক আমাকে ছাড়পত্র প্রদানের জন্য আপনার সদয় মর্জি কামনা করছি।
ধন্যবাদ,
জুয়েল আহমদ
শ্রেণী: নবম
বিভাগ: বিজ্ঞান
রোল নং: 01
অনুপস্থিতির জন্য ছুটি আবেদন
তারিখ: ১২/১২/২০২৩
বরাবর
প্রধান শিক্ষক
মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়
মোহনগঞ্জ নেত্রকোনা
বিষয় অনুপস্থিতির জন্য আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার শারীরিক অসুস্থতার কারণে গত ০৮/১১/২০২৩ থেকে ১১/১১/২০২৩ মোট চার দিন স্কুলে উপস্থিত হতে পারিনি।
অথবা মহোদয়ের সমীপে আকুল নিবেদন এই যে, আমার অসুস্থতার কথা বিবেচনা করে আমাকে চার দিনের ছুটি দানে বাধিত করবেন।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত ছাত্র
জুয়েল আহমদ
শ্রেণী :নবম
বিভাগ: বিজ্ঞান
রোল: ০২
অফিসিয়াল ছুটির জন্য আবেদন
তারিখ : ১১/১১/২০২৩
বরাবর
ব্যবস্থাপক
সোনালী ব্যাংক লিমিটেড
মোহনগঞ্জ নেত্রকোনা।
বিষয়: নৈমিত্তিক ছুটির আবেদন
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধীনস্থ সোনালী ব্যাংক লিমিটেড মোহনগঞ্জ শাখা, নেত্রকোনার এক অফিসার হিসেবে কর্মরত আছি। আগামী ১৬/১১/২০২৩ ৩ তারিখ আমার ছোট বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই ১৫/১১/২০২৩ থেকে ১৭/১১/২০২৩ ইং তারিখ পর্যন্ত মোট তিন দিনের ছুটি বুক করা আমার জন্য একান্ত প্রয়োজন।
অতএব মহোদয়ের শুরুতে আকুল আবেদন এই যে, উপরিক্ত বিষয়টির মানবিক বিবেচনাক্রমে আমাকে তিন দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করার জন্য ছবি নিয়ে আবেদন পেশ করছে।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
মুস্তাফিজুর রহমান
অফিসার
সোনালী ব্যাংক লিমিটেড
মোহনগঞ্জ, শাখা নেত্রকোনা।
অগ্রিম ছুটির জন্য আবেদন
তারিখ : ১১/১১/২০২৩
বরাবর
প্রধান শিক্ষক
জৈনপুর উচ্চ বিদ্যালয়
জৈনপুর ,মোহনগঞ্জ ,নেত্রকোনা।
বিষয় : অগ্রিম ছুটির জন্য আবেদন।
জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমি ১৮/১১/২০২৩ ৩ তারিখে আমার বড় বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই ১৭/১১/২০২৩ থেকে ১৯/১১/২০২৩ তিন তারিখ পর্যন্ত মোট তিন দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না।
অতএব, মহোদয়ের শুরুতে আকুল আবেদন এই যে, উপরিউক্ত বিষয়গুলো বিবেচনা করবো আমাকে তিন দিনের অগ্রিম ছুটি প্রদানে আপনার মর্জি হয়।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
মুস্তাফিজুর রহমান
শ্রেণী :নবম
বিভাগ :বিজ্ঞান
রোল নং :১
অফিসিয়াল ছুটির জন্য আবেদন ( অনুপস্থিতির জন্য আবেদন)
তারিখ: 06/01/2021
বরাবর,
পূবালী ব্যাংক লিঃ
মৌলভীবাজার শাখা
শাখা ব্যবস্থাপকের ডেস্ক
বিষয়: অনুপস্থিতির জন্য ছুটির আবেদন
জনাব/জনাবা,
সবিনয় বিনীত সালাম,
আমি, নিম্নস্বাক্ষরকারী, পূবালী ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখা এর একটি অফিসার, আমার শারীরিক অসুস্থতার কারণে গত 01/01/2021 খ্রিঃ হতে 05/01/2021 খ্রিঃ তারিখ পর্যন্ত মোট 05 (পাঁচ) দিন অফিসে উপস্থিত হতে পারি নি।
অতএব মহোদয়ের সমীপে আকুল আবেদন এই যে, উক্ত বিষয় বিবেচনা করে আমাকে ৫ দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।
আপনারা বাধ্যগত
মুস্তাফিজুর রহমান
অফিসার
পূবালী ব্যাংক লিমিটেড
মৌলভিবাজার
থানায় সাধারণ ডায়েরি করার নিয়ম নিচে দেওয়া হলো:
জাতীয় পরিচয়পত্র হারানোর জিডি লেখার নিয়ম
তারিখ: (আবেদনের তারিখ লিখুন)
অধিকারী
(থানার নাম, উপজেলা, জেলা)
থানার নাম: (আপনার থানার নাম লিখুন)
উপজেলা: (আপনার উপজেলা ও জেলার নাম লিখুন)
বিষয়: সাধারণ ডায়েরির জন্য আবেদন
মান্যবর বিনীত সাহো,
আমি, আপনার নাম (বয়স), পিতা/স্বামী: (পিতা বা স্বামীর নাম লিখুন), গ্রাম: (গ্রামের নাম লিখুন), ডাকঘর: (আপনার ডাকঘরের নাম লিখুন), উপজেলা: (আপনার উপজেলার নাম লিখুন), জেলা: (জেলার নাম লিখুন)। আমি এই নোটের মাধ্যমে জানাচ্ছি যে, গত (হারানোর তারিখ লিখুন) তারিখে আমার নিজকৃত বা (যেকোন একটি স্থানের নাম লিখুন) পথে আমার জাতীয় পরিচয়পত্র কার্ড হারিয়ে যাচ্ছে। জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড নম্বর- (আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখুন) এখনও অনেক স্থানে খোঁজা যাচ্ছে না। এই সমস্যার সমাধানের জন্য সাধারণ ডায়েরিতে আবেদন করতে চাই।
অতএব, উপরের বিষয়টি সাধারণ ডায়েরির মাধ্যমে সন্মান করার জন্য আমার অনুরোধ হচ্ছে।
নিবেদক
(এখানে আপনার স্বাক্ষর)
(এখানে আপনার নাম)
মোবাইল: (এখানে আপনার মোবাইল নম্বর)
ঠিকানা: (এখানে আপনার ঠিকানা)
চাকরির আবেদন পত্র লেখার নিয়ম
তারিখ: (আবেদনের তারিখ লিখুন)
বরাবর,
মানব সম্পদ বিভাগ
আনন্দ স্কুল (গণ-শিক্ষা প্রকল্প)
হাউজ-৮৭, রোড-১৩/এ,
ধানমন্ডি, ঢাকা-১২০৯।
বিষয়ঃ 'উপজেলা শিক্ষা পরিদর্শক' পদের জন্য আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মান পূর্বক নিবেদন করছি যে, আমি জাতীয় পত্রিকা 'প্রথম আলো'র ২০/০৫/২০২৩ তারিখের বিজ্ঞপ্তি দ্বারা জানেছি যে, 'উপজেলা শিক্ষা পরিদর্শক' পদে নিয়োগ হবে। আমি এই পদে আবেদন করতে চাই এবং নিম্নলিখিত তথ্য প্রদান করতে যত্তটুকু আবেদন ফরম পূর্ণ করছি:
- প্রার্থীর নাম: (আপনার নাম লিখুন)
- মাতার নাম: (মাতার নাম লিখুন)
- পিতার নাম: (পিতার নাম লিখুন)
- বর্তমান ঠিকানা: গ্রাম- (গ্রামের নাম লিখুন), ডাক- (ডাকঘরের নাম লিখুন), উপজেলা- (উপজেলার নাম লিখুন), জেলা- (জেলার নাম লিখুন)
- স্থায়ী ঠিকানা: গ্রাম- (গ্রামের নাম লিখুন), ডাক- (ডাকঘরের নাম লিখুন), উপজেলা- (উপজেলার নাম লিখুন), জেলা -
- জন্ম তারিখ:
- ধর্ম:
- বৈবাহিক অবস্থা:
- রক্তের গ্রুপ:
- জাতীয়তা:
- জাতীয় পরিচয় পত্র নং:
- মোবাইল নং:
- শিক্ষাগত যোগ্যতা:
| ক্রমিক নং | পরীক্ষার নাম | গ্রুপ/বিষয় | পাসের সন | বোর্ড/বিশ্ববিদ্যালয় | জিপিএ/সিজিপিএ/বিভাগ |
|---|---|---|---|---|---|
| ০১ | এস.এস.সি | বিজ্ঞান | ২০১২ | সিলেট | ৪.৪৪ |
| ০২ | এইচ.এস.সি | ব্যবসায় শিক্ষা | ২০১৪ | সিলেট | ৪.২০ |
| ০৩ | অনার্স (বিবিএ) | ব্যবস্থাপনা | ২০১৮ | জাতীয় বিশ্ববিদ্যালয় | ২.৯৪ |
অতএব, আমি বিনীত ভাবে প্রার্থনা করছি যে, উপর্যুক্ত শিক্ষাগত যোগ্যতা বিচার করে উক্ত পদে আমাকে যোগ্য প্রার্থী হিসেবে নিয়োগ দেওয়া হবে, আপনার মর্জি হোক।
নিবেদক
(আপনার নাম লিখুন)
সংযুক্তি:
১। পাসপোর্ট সাইজের রঙিন ছবি - ০১ কপি।
২। সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের অনুলিপি।
৩। জাতীয় পরিচয়পত্রের অনুলিপি।
Download করুন 👇
https://graphicsbid.com/bangla-abedonpotro-pdf-download/

